Introducing App Stories

Today, we're launching a new developer product which brings one of Snapchat’s most popular features into other apps: App Stories. App Stories let developers easily add Stories to their app to help build a content ecosystem, drive engagement on their platform, and tap into one of the most-used cameras in the world.

আজ, আমরা নতুন এক ডেভেলপার পণ্য চালু করছি যা Snapchat এর অন্যতম জনপ্রিয় একটি ফিচারকে অন্যান্য অ্যাপ্লিকেশনে পৌঁছে দিচ্ছে: নতুন এই পণ্যের নাম অ্যাপ স্টোরিজ
স্টোরিজ মোবাইলের প্রধানতম ফরম্যাট হয়ে উঠেছে, যা মানুষকে নিজেকে প্রকাশের ক্ষেত্র প্রদান করে। অ্যাপ স্টোরিজ ডেভেলপারদেরকে কোনো কনটেন্ট ইকোসিস্টেম তৈরি করতে, তাদের প্ল্যাটফর্মে সম্পৃক্ততা বাড়াতে ও বিশ্বের অন্যতম সর্বাধিক ব্যবহৃত ক্যামেরার সদ্ব্যবহার করতে সহায়তার জন্য তাদের অ্যাপগুলোতে সহজেই গল্প যোগ করার পথ করে দেয়।
অ্যাপ স্টোরিজ এর সাহায্যে ডেভেলপাররা আমাদের প্রযুক্তি ও কমিউনিটির সুবিধা নিয়ে সহজেই তাদের প্ল্যাটফর্মে মানুষের সম্পৃক্ততা বাড়াতে পারেন, প্রতিদিন আমাদের Snapchat ক্যামেরা ওপেন করেন যে ২১৮ মিলিয়ন মানুষ তাদের কাছে পৌঁছাতে পারেন।
আর Snapchatters দের জন্য এটা Snap শেয়ার করাকে আরো সহজ ও স্বাচ্ছন্দ্যময় করেছে। যেমন, তারা এখন সহজেই ঘরের ভিতর ব্যায়াম করার Snap তাদের ট্রিলার প্রোফাইলে দিতে পারবেন। কিংবা, Snapchat এ যুক্ত নন এমন লোকেদের সাথেও Snap শেয়ার করতে পারবেন। উদাহরণস্বরূপ, Hily তে ড্যাটিং প্রোফাইলে কনটেন্ট যুক্ত করা যাবে।
আমরা বেশ কয়েকটি অংশীদারকে সাথে নিয়ে শুরু করছি:
  • ট্রিলার - ট্রিলার কমিউনিটি এখন তাদের প্রিয় শিল্পী, স্রষ্টা ও বন্ধুদের কাছ থেকে যেসব Snapchat স্টোরিজ আসছে সেসবে অ্যাক্সেস পাবে।
  • স্কোয়াড - তাদের ইউজাররা একসাথে কোনো কলে থাকার সময় Snapchat স্টোরিজ একসাথে দেখতে পারবেন। যেহেতু স্কোয়াডের পাবলিক রুম রয়েছে, তাই এক অঙ্গীভবনের ফলে ইউজাররা একে অপরের প্রোফাইলে গল্পগুলো দেখতে পারবেন - একে অপরের জীবনে এক ঝলক চোখ বুলিয়ে নিতে পারবেন।
  • Hily - Snapchat এর সাথে Hily কে সংযুক্ত করা প্রত্যেক ইউজারের প্রোফাইলের একটি বারে অ্যাপ স্টোরিজ প্রদর্শিত হবে। Snapchat লেন্স ও ফিল্টারগুলো উপস্থিতির কারণে Hily এর বহুল ব্যবহৃত গল্পগুলোর সাথে অ্যাপ স্টোরিজ সংযোজিত হলে দারুন ব্যাপার ঘটবে।
  • ওকটি - এখন, Snapchatters রা তাদের ওকটি AR প্রোফাইলে সরাসরি কাস্টম স্টোরি পোস্ট করতে পারবেন। Snapchat ইউজাররা Snapchat অ্যাপ্লিকেশনে বিদ্যমান "আমার ‌একটি গল্প" অপশনে তাদের Snap পাঠালেই চলবে। তখন গল্পটি স্বয়ংক্রিয়ভাবে তাদের ওকটি AR বেল্টের একটি টাইল হিসাবে হাজির হবে, আর তা তাদের ওকটি AR বেল্টের প্রত্যেকের কাছে দৃশ্যমান থাকবে।
অ্যাপ স্টোরিজ হলো Snap Kit বা Snapchat এর সাথে তৃতীয় পক্ষের তৈরি নানা ফিচার অঙ্গীভূত করতে সহায় ডেভেলপার টুল সংগ্রহের অংশ। সমস্ত Snap পণ্যের মতোই অ্যাপ স্টোরিজও গোপনীয়তা বিষয়ক বিবেচনাকে কেন্দ্রে রেখে ডিজাইন করা হয়েছে: তৃতীয় পক্ষের ডেভেলপারদের সাথে Snap জনমিতিক তথ্য বা বন্ধু তালিকা শেয়ার করে না।
Back To News