SPS 2021: New AR Tools and Camera Experiences for Snapchatters, Creators, and Businesses

With our partners and the Lens Creator community, we’re working to build a smarter and more powerful Snapchat Camera--transforming how we interact with the world through immersive AR experiences. Today we’re introducing new AR tools and camera experiences across the Snap AR ecosystem.
Snapchat ক্যামেরাকে আরও স্মার্ট ও শক্তিশালী করে গড়ে তুলতে আমরা আমাদের অংশীদারগণ ও লেন্স স্রষ্টা কমিউনিটির সাথে কাজ করে যাচ্ছি--যা চমকপ্রদ AR অভিজ্ঞতার মাধ্যমে পুরো পৃথিবীর সাথে আমাদের যোগাযোগ পদ্ধতি বদলে দিচ্ছে।
আজ আমরা Snap AR ইকোসিস্টেমে নতুন AR টুল ও ক্যামেরা অভিজ্ঞতা চালু করছি।
স্ক্যান ও ক্যামেরা শর্টকাট
স্ক্যানের মাধ্যমে আপনি দ্রুততম সময়ে ও সবচেয়ে সহজ উপায়ে মিলিয়ন মিলিয়ন লেন্সের মধ্যে অনুসন্ধান করতে পারবেন--আপনার ক্যামেরা ব্যবহার করে! আজ আমরা স্ক্যান বাটনটিকে সামনে ও কেন্দ্রস্থলে নিয়ে আসছি এবং সরাসরি Snapchat-এর মূল ক্যামেরা স্ক্রিনে বসাচ্ছি, যা স্রষ্টা ও অংশীদারদের মজাদার ও তথ্যবহুল লেন্সগুলো খুঁজে পাওয়া সহজ করবে। এই লেন্সগুলো আপনাকে শত শত কুকুরের প্রজাতি, 6,00,000 এরও বেশি উদ্ভিদ ও গাছপালা এবং মিলিয়ন মিলিয়ন গান ও পণ্য শনাক্ত করার ক্ষমতা দেয়।
আমরা স্ক্যানে ফ্যাশন ও খাবারের মত নতুন নতুন বুদ্ধিমত্তার শ্রেণী যুক্ত করে যাচ্ছি। আপনি যখন আপনার কোনো বন্ধুর পোশাক স্ক্যান করবেন, স্ক্রিনশপ তখন তা কেনার জন্য আপনাকে শত শত ব্র্যান্ডের পরামর্শ দেবে। আপনি আপনার স্মৃতিসমূহ থেকে কোনো ছবিও স্ক্রিনশপের মাধ্যমে স্ক্যান করতে পারবেন। এটি আপনার ক্যামেরার মধ্যে একজন ব্যক্তিগত ক্রয়কারী থাকার মতই একটি ব্যাপার, যা আজকে থেকেই চালু হচ্ছে।
শীঘ্রই অলরেসিপিস আপনার Snapchat ক্যামেরায় দেখা উপকরণ দিয়ে আপনাকে নানারকম রেসিপির পরামর্শ দেবে। তাই আপনার ঘরে একটি পাকা অ্যাভোক্যাডো থাকলে তা স্ক্যান করে নিন! Snapchat ক্যামেরায় একটি চমৎকার গুয়াকামোলি রেসিপির পরামর্শ মাত্র একটি ট্যাপের ব্যাপার।
আমরা ক্যামেরা শর্টকাটও চালু করতে যাচ্ছি, যা সৃজনশীল টুলগুলোর একটি নতুন মেলবন্ধন। আপনি যে মুহূর্তগুলো শেয়ার করতে চান সেগুলো ধারণ করা আরও সহজ করবে এটি। আপনার ক্যামেরায় যা দেখা যাচ্ছে তার উপর ভিত্তি করে উপযুক্ত ক্যামেরা মোড, লেন্স ও সঙ্গীতের পরামর্শ দেবে Snapchat। ক্যামেরা শর্টকাট আজকে থেকে চালু হতে যাচ্ছে।
Lens Studio
Lens Studio আমাদের একটি শক্তিশালী, বিনামূল্যে ব্যবহারযোগ্য ডেস্কটপ অ্যাপ্লিকেশন যা লেন্স সৃষ্টি, প্রকাশ ও প্রচার করতে যেকোনো স্রষ্টা, ডেভেলপার বা ব্যবসায়কে তাদের কারিগরি ও সৃজনশীল সক্ষমতার সমন্বয় ঘটাতে সক্ষম করে তোলে। আজ আমরা নতুন টুল সংযুক্ত করার মধ্য দিয়ে Lens Studio উন্নত করছি, যা মানুষকে গেমিং, শিক্ষা, কেনাকাটা ও আরও অনেক কিছু নিয়ে আরও অভিনব লেন্স সৃষ্টি করতে সক্ষম করে তুলবে।
বন্ধুদেরকে একসাথে AR-এর সাথে ভাববিনিময়ের সুযোগ দেবে সংযুক্ত লেন্সগুলো। একই কক্ষ বা পৃথিবীর অন্য কোনো প্রান্ত - আপনি যেখানেই থাকুন না কেন শেয়ার করা অবস্থায়, রিয়েল-টাইম যোগাযোগে ও একই জায়গায় আয়োজিত সেশনে আপনি চ্যাট, খেলাধুলা ও সৃষ্টি করতে পারবেন।
3ডি বডি মেশ, ক্লথ সিমিউলেশন ও একটি ভিজুয়াল ইফেক্টস এডিটরের কল্যাণে আগের যেকোনো সময়ের তুলনায় AR বেশি বাস্তবসম্মতভাবে দেখবে ও অবস্থান পরিবর্তন করবে, যার ফলে ভার্চুয়াল পোশাক অনেক বেশি বাস্তবসম্মত মনে হবে। এটি আপনাকে সম্পূর্ণ আপনার পছন্দসই একটি দর্শন সৃষ্টি করার সুযোগ দেবে।
লেন্স যাতে সাউন্ড শুনে সাড়া দিতে পারে সেজন্য SnapML এখন স্রষ্টাদেরকে তাদের নিজেদের প্রয়োজনানুগ ML মডেল ইমপোর্ট করার সুযোগ দিচ্ছে, যেগুলো অডিও বিশ্লেষণ ও তৈরি করে থাকে।
দৃশ্যের শ্রেণীকরণ Lens Studio-তে স্ক্যানের সক্ষমতা নিয়ে আসবে। এর ফলে স্রষ্টারা এমন সব লেন্স সৃষ্টি করতে পারবে, যেগুলো 500 টিরও বেশি শ্রেণীর বস্তু শনাক্ত করতে পারবে।
আরও চিত্তাকর্ষক ও মনে রাখার মত অভিজ্ঞতা দেওয়ার জন্য লেন্স অ্যানালিটিক্স স্রষ্টাদেরকে প্রয়োজনীয় তথ্য প্রদান করবে। দর্শকদের কথা জানতে ও আরও ভালো লেন্স তৈরিতে সাহায্য করতে বেনামী সূত্র থেকে পাওয়া ডেটা ও সামগ্রিক ডেটা আপনাকে সমৃদ্ধ ও বিস্তারিত অন্তর্দৃষ্টি প্রদান করবে এবং এসবই হবে আমাদের কমিউনিটির গোপনীয়তা সুরক্ষিত রেখে।
Lens Studio ডাউনলোড করে শুরু করে দিন আপনার সৃষ্টিকর্ম। AR-এ পরিধান করে দেখা ও ব্যাবসায়িক সুবিধা
আমরা আমাদের ফ্যাশন অংশীদারদের সাথে AR-এ পরিধান করে দেখার নতুন অভিজ্ঞতা চালু করছি। এটি Snapchat ক্যামেরার মাধ্যমে Snapchatter-দেরকে তাদের পছন্দের ব্যাবসা প্রতিষ্ঠানগুলোর সাথে যুক্ত করবে। 3ডি বডি মেশ ও ভয়েস নিয়ন্ত্রণ ব্যবহার করে ফারফেচ একটি চমকপ্রদ কেনাকাটার অভিজ্ঞতা প্রদান করবে। এর মাধ্যমে আপনি যে জিনিসটি খুঁজছেন তা ব্রাউজ করার আদেশ দিতে পারবেন এবং AR-এ তখনই পরিধান করে দেখতে পারবেন। এটি পরিধান করে দেখার কাজটি ও কেনাকাটা করাকে মজাদার, গতিশীল ও সহজ করবে!
প্রাডা আমাদের নতুন অঙ্গভঙ্গি শনাক্তকরণ সক্ষমতাকে ব্যবহার করতে যাচ্ছে, যাতে আপনি Snapchat-কে একটি সংকেত দিয়েই অন্য একটি জিনিস বা একই জিনিসের অন্য রঙ দেখতে পারবেন এবং আপনার ওয়্যারড্রোবে আপনার সবচেয়ে পছন্দের পোশাকটি যোগ করতে পারবেন। ব্র্যান্ড ও ব্যাবসা প্রতিষ্ঠানগুলো আমাদের Snapchat ক্যামেরার মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ব্যাবসা বৃদ্ধি করার মত সুবিধা নিতে পারবে। ব্যাবসা প্রতিষ্ঠানগুলো যাতে তাদের AR রিয়েল-টাইম কনটেন্ট ফিচার করার জন্য অতিরিক্ত কাজ না করে শুধুমাত্র প্রগতিশীল ও স্বয়ংক্রিয় উপায় ব্যবহার করতে পারে সেজন্য আমরা এপিআই-ব্যবহারযোগ্য লেন্স চালু করছি। পারফেক্ট কর্পের সাথে আমাদের অংশীদারিত্বের মাধ্যমে দা এস্টে লডার কোম্পানিজ আরও অনেক প্রতিষ্ঠানের সাথে প্রথমবারের মত আমাদের বিজনেস ম্যানেজারের এপিআই ব্যবহার করে তাদের পণ্যতালিকা যুক্ত করবে, যা মূল্য, প্রাপ্যতা ও কেনার উপায় থাকা নতুন ডাইনামিক শপিং লেন্স সৃষ্টি ও প্রকাশ করা সহজ করবে। নতুন AR শপিং অ্যানালিটিক্সের মাধ্যমে এম.এ.সি কসমেটিক্সের মত ব্র্যান্ডগুলো তাদের ক্রেতাদের সবচেয়ে পছন্দের পণ্য, রঙ ও স্টাইল সম্পর্কে জানতে পারবে।
এপিআই-ব্যবহারযোগ্য শপিং লেন্সের পাশাপাশি আমরা রিয়েল-টাইম কনটেন্ট লেন্সে নিয়ে আসার জন্য নির্বাচিত অংশীদারদের সাথে কাজ করছি। মেজর লিগ বেইজবলের চলমান খেলার তথ্য আজকে থেকে সরাসরি লেন্সে চলে আসবে। খেলার রিয়েল-টাইম স্কোর পাঠাবে তাদের অফিসিয়াল ডেটা পার্টনার স্পোর্টরেডার। আপনি যখন আপনার বন্ধুদের সাথে খেলা জেতানোর রান উদযাপন করবেন, স্কোরটি তখন আপনার গল্পেরই একটি অংশ হয়ে যাবে।
ব্যবসায়ের জন্য পাবলিক প্রোফাইল এখন ব্র্যান্ডগুলোকে Snapchat-এ স্থায়ীভাবে হাজির থাকার সুযোগ করে দিয়েছে, যেন তারা লেন্স, হাইলাইট ও গল্প প্রদর্শন করতে পারে। ব্র্যান্ডগুলো ব্রাউজিং, পরিধান করে দেখা ও দোকানের মাধ্যমে কেনার সুবিধাও চালু করতে পারবে, যা Snapchat-কে কেনাকাটার এক নতুন জায়গা হিসাবে প্রতিষ্ঠিত করবে।
আমাদের নতুন স্রষ্টা মার্কেটপ্লেসের মাধ্যমে ব্র্যান্ডগুলো ও অংশীদাররা পরীক্ষিত স্রষ্টাদের খুঁজে পেতে ও তাদের সাথে যোগাযোগ করতে আমাদের স্ব-পরিবেশনা ভিত্তিক বিজনেস ম্যানেজার পোর্টাল ব্যবহার করতে পারেন। এই মার্কেটপ্লেসের মাধ্যমে পৃথিবীসেরা কিছু পেশাদারদের সাথে সহজেই যোগাযোগ করা যায়, যা লেন্স স্রষ্টাদেরকে তাদের নিজস্ব ব্যবসা গড়ে তোলার সুযোগ প্রদান করে।
ব্যাবসা প্রতিষ্ঠান ও স্রষ্টারা এখান থেকে শুরু করতে পারেন - ar.snap.com। আপনি কী সৃষ্টি করবেন তা দেখার জন্য আমরা অধীর হয়ে আছি!
Back To News