Bringing More Transparency to the Camera

Through transparent design, Snapchatters are empowered to express themselves in their own unique way. We’re collaborating with Google on a new set of best practices to bring even more transparency around facial retouching on our platform. We believe that language is important. Lens Studio already uses value neutral terms for its facial retouching feature.
সবসময় Snapchat অ্যাপ ওপেন হয় ক্যামেরায়, যার ফলে বন্ধুদের সাথে দৃশ্যগত যোগাযোগের ক্ষেত্রে এটা সবচেয়ে সহজ ও দ্রুততম উপায়। আমাদের ক্যামেরা কোনো লেন্স বা ফিল্টার ছাড়া ওপেন হয়। আর আপনার দৃষ্টিভঙ্গি বা আপনার চেহারাটি বদলে দেওয়ার জন্য আমাদের নানা সৃজনশীল টুল ব্যবহার করে Snapগুলোকে আরো অভিব্যক্তিমূলক করার নানা উপায় রয়েছে। এর স্বচ্ছ ডিজাইনের ফলে Snapchatter'রা নিজেকে অনন্য উপায়ে প্রকাশ করতে সক্ষম হচ্ছেন।
আমাদের প্ল্যাটফর্মে ফেসিয়াল রিটাচিং বা মুখাবয়বে বদলঘটানোর ক্ষেত্রে আরো স্বচ্ছতা আনতে আমরা একগুচ্ছ সর্বোত্তম চর্চা দাঁড় করানোর জন্য গুগলকে নিয়ে একসাথে কাজ করছি। এটা আমাদের সবসময়কার দর্শনকেই সমর্থন করে - Snap'গুলোতে চেহারায় কী রকম পরিবর্তন ঘটানো হয় সেটার উপর আমাদের কমিউনিটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকা উচিত।
আমরা এটাও বিশ্বাস করি যে ভাষা গুরুত্বপূর্ণ। ফেসিয়াল রিটাচিং ফিচারের জন্য Lens Studio ইতিমধ্যে ভ্যালু-নিউট্রাল বা মান-নিরপেক্ষ পদ ব্যবহার করে। আমরা 'বিউটিফিকেশন'-এর পরিবর্তে 'রিটাচিং'-এর মতো শব্দ ব্যবহার করি, যাতে লেন্স ক্রিয়েটর তাদের লেন্সগুলো ব্যবহারে লোকজনকে কেমন দেখায় ও কেমন অনুভূতি তৈরি করে তা ব্যাখ্যা করার জায়গা পান। এই ক্ষেত্রে ও পুরো Snapchat জুড়ে নানা প্রকার উন্নতি ঘটানো অব্যাহত রাখার ব্যপারে আমরা অঙ্গীকারাবদ্ধ।
Snapchatter'দেরকে আরো ভালোভাবে সহায়তা প্রদানের জন্য এটি আমাদের চলমান প্রচেষ্টার একটি ধাপ মাত্র। প্রযুক্তি ও আমাদের কমিউনিটির মধ্যে আরো স্বচ্ছ সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করার জন্য আমরা এটাকে আরো বিস্তৃত ও নানা উপায়ে আরো বিকশিত করার প্রত্যাশা করছি।
Back To News