Our Biggest Update Yet: v4.0 Phantom

It’s been a busy couple of months at Snapchat. With over 50 million snaps shared every day, we’ve had to do a lot of work to make sure our service can continue to support a growing community of snappers. Today, we’re thrilled to announce a major update to our iPhone application – video snaps!
গত দুইমাস Snapchat এ ব্যস্ত সময় গেছে। প্রতিদিন যখন 5 কোটিরও বেশি Snap শেয়ার হচ্ছে তখন আমাদের পরিষেবা ক্রমবর্ধমান Snapper কমিউনিটিকে ধারণ ও সহায়তা দেওয়া অব্যাহত রাখতে পারে তা নিশ্চিত করতে অনেক কাজ করতে হয়েছে। আজ, আমরা আমাদের আইফোন অ্যাপ্লিকেশন – ভিডিও Snaps এর একটি বড় আপডেটের ঘোষণা দিতে পেরে শিহরিত!
Snapchat এর আসল ব্যাপারটাই হলো যে মুহুর্তে কোনো ঘটনা ঘটে তখনই সেটা শেয়ার করা, আর সেসব মুহূর্ত ধারণ করার এক দুর্দান্ত উপায় হলো ভিডিও। দুর্ভাগ্যের ব্যাপার হলো বেশিরভাগ ক্যামেরা অ্যাপ্লিকেশনে যতক্ষণে আপনি স্টিল ক্যামেরা থেকে ভিডিও ক্যামেরায় সুইচ করে ভিডিও ধারণ করতে যাবেন ততোক্ষণে মুহূর্তটা মিস হয়ে যায়। এটা আসলে হতাশাজনক। তাই আমরা ভিন্ন ধরণের অ্যাপ তৈরি করেছি – আর আমরা মনে করি এটা অনেক বেশি অর্থবহ।
ছবি ও ভিডিও সেটিং অদলবদল করার বদলে দুইটাকে আমরা এক বোতামে নিয়ে এসেছি। আপনি ছবি তুলতে চান, তো আলতোভাবে বোতামটি চাপুন। আপনি যদি ভিডিও ধারণ করতে চান, তো বোতামটি চেপে ধরে রাখুন। রেকর্ডিং হয়ে গেলে, আঙ্গুল তুলে নিন। অত্যন্ত সহজ। ভিডিও Snap সর্বোচ্চ দশ সেকেন্ড পর্যন্ত হয় এবং ছবির Snap এর মতই অ্যাপ্লিকেশনটিতে কেবল একবার দেখা যায়।
তবে শুধু এসবই নয় – এই আপডেটে অনেক দারুন জিনিস রয়েছে। আমরা পূর্ণ-স্ক্রিন প্রিভিউ ও ল্যান্ডস্কেপ ক্যাপশন যুক্ত করে (ডিভাইসটি ঘোরালেই চলবে!) দৃশ্য ধারণ ও প্রেরণ দ্রুততর করেছি। আর কারা আপনাকে Snap পাঠাতে পারবে, তা নিয়ন্ত্রণে আপনাকে সহায়তা করতে রয়েছে নতুন সেটিংস পেইজ।
বরাবরের মতই, আপনার মতামতের জন্য আমরা কৃতজ্ঞ! কোনো সহযোগিতা লাগবে বা শুধু হ্যালো বলতে নির্দ্বিধায় আমাদের ইমেইল করুন এই ঠিকানায়: support@snapchat.com
Back To News