Say It With Your Hands: New AR Lenses for Week of the Deaf

Snap is honoring International Week of the Deaf by launching a suite of creative tools, including custom Stickers and three Augmented Reality enabled Lenses that encourage Snapchatters to fingerspell.
Snap সৃজনশীল টুলের একটি সুইট চালু করার মধ্য দিয়ে আন্তর্জাতিক বাকপ্রতিবন্ধী সপ্তাহের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। এসব সৃজনশীল টুলের মধ্যে রয়েছে কাস্টম স্টিকার ও তিনটি AR লেন্স, যা Snapchatterদের আঙুলের সাহায্যে বানান করে দেখাতে উৎসাহ জোগাবে। এসব ফিচার তৈরি করা হয়েছে পূর্ণাঙ্গভাবে; Snap–এর বাকপ্রতিবন্ধী ও কানে–কম–শোনা কর্মীদের দিক-নির্দেশনা ও প্রতিক্রিয়ার সমন্বয়ে এগুলো তৈরি করা হয়েছে।
এসব AR লেন্সে SignAll–এর কৃত্রিম বুদ্ধিমত্তা ও কম্পিউটার দৃষ্টি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজ শনাক্ত করতে ও অনুবাদ করতে পারে। এসব AR লেন্স Snapchatterদের নিজেদের নাম এবং 'Love', 'hug', 'smile' ইত্যাদি বহুল ব্যবহৃত শব্দগুলো আঙুলের সাহায্যে বানান করে দেখাতে উৎসাহিত করবে।
Snapchatter-রা তাঁদের শেখার অভিজ্ঞতা ধারণ করে Chat-এ বন্ধুদের সঙ্গে বিনিময় করতে পারেন এবং Bitmoji স্টিকারের মতো বাড়তি ফিচার ব্যবহার করে সচেতনতা বাড়াতে পারেন।
আমাদের North Star এমন কিছু পণ্য তৈরি করছে, যেগুলো সব Snapchatter-এর জন্য সম্পূর্ণভাবে ব্যবহারযোগ্য। আপনি কোথায় থাকেন, আপনার পটভূমি কী, আপনি দেখতে কেমন কিংবা আপনি কীভাবে অন্য মানুষের সঙ্গে যোগাযোগ করেন, এসব কোনো বিষয় নয়, আমরা চাই আমাদের কমিউনিটির সকল সদস্য যেন অনুভব করতে পারেন যে আমাদের পণ্যগুলো তাঁদের জন্য তৈরি, আর নেটিভ সাইনারও তাদের অর্ন্তভুক্ত। আমরা Snapchat-এ প্রত্যেকের অভিজ্ঞতা আরও উন্নত করার চেষ্টা অবিরাম চালিয়ে যাচ্ছি এবং আমরা আমাদের কমিউনিটির কাছে আরো অনেক কিছু জানা, বোঝা ও শেখার অপেক্ষায় থাকব।
এখনই লেন্সগুলো পরীক্ষা করে দেখুন, আর আপনার নাম লেখা দিয়েই তা শুরু হোক!
Back To News