এই প্রথম বারের মতো ক্রিয়েটররা আমাদের ভেরিফাইড Snap তারকাদের মতোই নানা সুবিধা পাবেন - তাদের একটা স্থায়ী প্রোফাইল থাকবে, তারা অগ্রসর অ্যানালিটিক্সে ঢুকতে পারবেন, এবং আরো কিছু সুবিধা পাবেন, যেগুলো নতুন নতুন ক্রিয়েটর সহজেই খুঁজে পেতে Snapchatter-দের কাজে লাগবে;ক্রিয়েটররাও তাদের ফ্যানদের সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারবেন!
আমাদের কম্যুনিটি চমৎকার সব কন্টেন্ট তৈরির কাজে ক্যামেরা ব্যবহার করার পাশাপাশি চারপাশের জগৎ সম্পর্কে জানার জন্য Snapchat ব্যবহার করতে ভালোবাসে। তারা এটা করেন তাদের প্রিয় ক্রিয়েটরদের তৈরি করা গল্প, তাদের প্রিয় Snap তারকাদের নিয়ে তৈরি করা শো এবং Snapchat কম্যুনিটির সাবমিট করা পাবলিক Snap দেখার মধ্য দিয়ে।
আগামী মাসগুলোতে এইসব ফিচার সবার জন্য উন্মুক্ত গল্প সেটিংসসহ সারা পৃথিবীর Snapchat ক্রিয়েটরদের জন্য চালু হবে।
নতুন ক্রিয়েটর ফিচারগুলোর মধ্যে রয়েছে:
প্রোফাইল – পুরো স্ক্রিন জুড়ে প্রোফাইল। সেখানে স্রষ্টারা তাঁদের ফ্যানদের সুবিধার জন্য নিজেদের সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পারবেন। যেমন, জীবনী, ছবি, URL, লোকেশন ও ইমেইল ঠিকানা।
হাইলাইটস - ক্রিয়েটররা তাদের Snap গল্প অথবা ক্যামেরা রোল থেকে কিছু ফটো ও ভিডিও কন্টেন্ট তাদের প্রোফাইলে যুক্ত করতে পারবেন। ক্রিয়েটররা তাদের প্রিয় সৃজনশীল মুহূর্তগুলো সেভ করতে পারবেন এবং সেগুলো তাদের পুরোনো ও নতুন ফ্যানদের সঙ্গে শেয়ার করতে পারবেন। যেসব সিজলার ও Snap ইউটিউব ভিডিওতে যাবে সেগুলো, প্রশ্নোত্তরের ভিডিও এবং আরো অনেক কিছু তারা পিন করে রাখতে পারবেন।
লেন্স - তারা লেন্স স্টুডিও'তে যেসব লেন্স তৈরি করেছেন সেগুলো তাদের পাবলিক প্রোফাইলের মধ্যে একটি ট্যাব হিসেবে দেখা যাবে।
গল্পের জবাব - ক্রিয়েটররা তাদের ফ্যানদের সঙ্গে সময় কাটাতে পারবেন। তারা যেসব গল্প পোস্ট করবেন, সেগুলো নিয়ে ফ্যানদের সঙ্গে অর্থবহ আলোচনা চালাতে পারবেন। তারা গ্রাহকদের প্রশ্ন পাঠাতে পারবেন, অথবা তারা তাদের ফ্যানদের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন। ক্রিয়েটরদের কাছে কী গুরুত্বপূর্ণ সেই বিবেচনার ভিত্তিতে তাদের প্রোফাইলে উত্তর ফিল্টার করার জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে। তবে Snap নিজেই স্বয়ংক্রিয়ভাবে নেতিবাচক মন্তব্য ও স্প্যাম আড়াল করে রাখে। ক্রিয়েটররা যেসব শব্দ, বাক্যাংশ বা ইমোজি দেখতে চান না, সেগুলোর একটি কাস্টম লিস্ট যুক্ত করতে পারবেন।
উদ্ধৃতি - এর মাধ্যমে ক্রিয়েটররা তাদের সর্বজনীন গল্পের বিষয়ে সাবস্ক্রাইবারদের উত্তর শেয়ার করতে পারবেন। এটা তাদের ফ্যানদের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করতে সহায়তা করবে। সেই সঙ্গে স্টোরিগুলোতে মজার নতুন মাত্রা যোগ করবে। উদাহরণস্বরূপ, Snap তারকা ও ক্রিয়েটররা তাদের ফ্যানদের প্রশ্নের উত্তর দেবেন, তারা যেসব ফ্যানের কথা উদ্ধৃত করবেন, সেইসব ফ্যানের কাছে নোটিফিকেশন চলে যাবে। এটা করা হবে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখে; ক্রিয়েটর অডিয়েন্স সেই ফ্যানের শুধুমাত্র Bitmoji আর নামের প্রথম অংশটি দেখতে পাবেন।
অন্তর্দৃষ্টি – – ক্রিয়েটররা Snap'এর কাছ থেকে পাবেন তাদের অডিয়েন্স সম্পর্কে গভীরতর ধারণা বা অন্তর্দৃষ্টি। অন্তর্দৃষ্টির মধ্যে রয়েছে অডিয়েন্সের সংখ্যা বিষয়ক তথ্য, কতবার দেখা হয়েছে, অর্থাৎ ভিউয়ের সংখ্যা, এবং গড়ে কতটা সময় ব্যয় করা হয়েছে।
ভূমিকা – – একজন ক্রিয়েটর তার প্রোফাইলে ঢোকা কিংবা পারফরমেন্স সর্ম্পকে ধারণা বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে শেয়ার করতে পারবেন। একজন ক্রিয়েটর Snap প্রোফাইল পরিচালনা করার কাজে তার টিমের সদস্যরা সহযোগিতা করতে পারবেন। তারা ক্রিয়েটরের সর্বজনীন গল্পগুলোতে Snap যুক্ত করতে পারবেন অথবা সরিয়ে ফেলতে পারবেন।
ক্রিয়েটরদের ব্যাপক–বিচিত্র সৃজনশীলতা Snapchatter-দের কাছে পৌঁছে দিতে পেরে আমরা ভীষণ আনন্দিত। এইসব নতুন নতুন সুযোগ–সুবিধা তারা কীভাবে কাজে লাগান তা দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।