LACMA x Snapchat: Unveiling Monumental Perspectives

In celebration of the upcoming International Day for Monuments and Sites, we’re sharing the first wave of projects from our multi-year LACMA x Snapchat initiative, Monumental Perspectives. Artists and Snap Lens Creators have come together to create five new augmented reality monuments that explore history and representation for communities across Los Angeles.
আসন্ন বিশ্ব ঐতিহ্য দিবস উদযাপন উপলক্ষ্যে আমরা আমাদের LACMA x Snapchat এর বহুবর্ষী উদ্যোগ 'মনুমেন্টাল পার্সপেক্টিভস' এর প্রথম প্রকল্পগুলো শেয়ার করছি।
শিল্পী ও Snap লেন্স নির্মাতারা একসাথে কাজ করে তৈরি করেছেন পাঁচটি নতুন অগমেন্টেড রিয়েলিটি মনুমেন্ট, যেগুলো লস অ্যাঞ্জেলেস জুড়ে বিস্তৃত নানা কমিউনিটির ইতিহাস ও প্রতিনিধিত্বকে তুলে আনে। এগুলো এমনভাবে নির্মিত যাতে Snapchat ক্যামেরার মাধ্যমে এদের অভিজ্ঞতা নিতে পারবেন নগরের নানা স্থানে, যেমন LACMA, ম্যাকআর্থার পার্ক, আর্ভিন "ম্যাজিক" জনসন পার্ক, এবং লস অ্যাঞ্জেলেস মেমোরিয়াল কোলিজিয়াম প্রভৃতি জায়গায়। সেসব স্থানে অবস্থানরতরা Snap মানচিত্রে এসব ভার্চুয়াল মনুমেন্টের নির্দেশক দেখে অনায়াসে এদের খুঁজে পাবেন। পাশাপাশি, বিশ্বের যে কোনো জায়গা থেকে lacma.org/monumental সাইটে গিয়ে যে কেউ তাদের মোবাইল ফোনে এসব মনুমেন্ট দেখতে সক্ষম হবেন।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে:
  • মার্সেডিজ ডোরামি'র নিমজ্জন অভিজ্ঞতাবহুল পোর্টাল টু টোবাঙ্গার, যেটিতে সমসাময়িক টোবাঙ্গারে (লস অ্যাঞ্জেলেস) আদিবাসী মানুষের উপস্থিতির অতীত, বর্তমান ও ভবিষ্যৎ জগতের অন্বেষণ করা হয়েছে; একাজে সহযোগী ছিলেন Snap লেন্স নির্মাতা সুটু।
  • আই.আর. বাখের থিংক বিগ অ্যানিমেশন, যেগুলো এমনভাবে নির্মিত যেন নিজের মধ্যে চিন্তার উদ্রেক করে; একাজে সহযোগী ছিলেন Snap লেন্স নির্মাতা জেমস হার্লবাট।
  • 1932 সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ম্যারাথনের পথরেখা ধরে গ্লেন কাইনো'র প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সংযুক্তির গল্প, যা নো ফিনিস লাইন নামে পরিচিত; একাজে সহযোগী ছিলেন Snap লেন্স নির্মাতা মাইকেল ফ্রেঞ্চ।
  • রুবেন ওচোয়া'র লস অ্যাঞ্জেলেসের ফেরিওয়ালাদের সাধারণ ইতিহাসের প্রতি নিবেদিত কাজ যা ভেন্দেদোরেস, প্রেজেন্তে! নামে পরিচিত; একাজে সহযোগী ছিলেন Snap লেন্স নির্মাতা সালিয়া গোল্ডস্টেইন।
  • আডা পিংকস্টোনের বিডি ম্যাসনের প্রতি নিবেদিত স্মারকগুচ্ছ যা দ্য ওপেন হ্যান্ড ইন ব্লেসড নামে পরিচিত; একাজে সহযোগী ছিলেন Snap লেন্স নির্মাতাদ্বয় চার্লস হ্যামব্লেন ও সুটু।
এই প্রকল্পের চলমান বিস্তারে সহযোগিতা প্রদান করছে দি এন্ড্রু ডব্লিউ. মেলন ফাউন্ডেশন, যা যুক্তরাষ্ট্রে শিল্প, সংস্কৃতি ও মানবিকবিদ্যায় সর্ববৃহৎ তহবিলদাতা।
LACMA-এর সাথে এই সহযোগিতার মাধ্যমে আমাদের অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তি অ্যাডভোকেসি ও প্রতিনিধিত্বের ক্ষেত্রে একটি নিমজ্জন মাধ্যম হয়ে উঠেছে দেখে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা শিল্পী ও লেন্স নির্মাতাদের আরও শক্তিশালী করতে চাই এবং নতুন লেন্সের মাধ্যমে না বলা গল্প শেয়ার করার ইচ্ছাপূরণে তাদের সহযোগিতা করতে চাই।
Assets খবরে ফেরত আসুন