আজ আমরা মনুমেন্টাল পার্সপেক্টিভস নামে একটি নতুন প্রকল্প চালুর ঘোষণা দিয়েছি। এই প্রকল্পে আমরা লস অ্যাঞ্জেলেস কাউন্টি মিউজিয়াম অব আর্ট (এলএসিএমএ)-এর সাথে কাজ করছি।
লস অ্যাঞ্জেলেসভিত্তিক শিল্পী ও Snap লেন্সস্রষ্টারা একত্রিত হয়ে নতুন, অগমেন্টেড রিয়েলিটি স্মৃতিসৌধ ও ম্যুরাল তৈরি করবেন, যেগুলো এই নগরের নানা কমিউনিটির বৈচিত্রময় ইতিহাস ও দৃষ্টিকোণ উদযাপন করবে। তাঁদের এসব অংশীদারি দৃষ্টি মতামত গঠন ও প্রতিনিধিত্বের বাহন হিসাবে লস অ্যাঞ্জেলেসের আশপাশের নানা জায়গায় জীবন্ত হয়ে উঠবে।
এসব সৃষ্টিকর্ম নিরিখ করবে অতীত ও বর্তমানের গুরুত্বপূর্ণ নানা মুহুর্ত ও ব্যক্তিত্বকে, যাঁদেরকে এতোদিন অবজ্ঞা করা হয়েছে, আর এভাবে Snapchatterদের জন্য নতুন লেন্সের অভিজ্ঞতা বয়ে আনবে। আগামী বছরের শুরুর দিকে সবার আগে যেসব শিল্পীর কাজ চলে আসবে তাঁরা হলেন
আডা পিংকস্টন
গ্লেন কাইনো
আই.আর. বাখ
মার্সেদেস দোরাম
রুবেন ওচোয়া
যুক্তরাষ্ট্রে চারুকলা ও মানবিকবিদ্যার বৃহত্তম তহবিল-যোগানদাতা প্রতিষ্ঠান অ্যান্ড্রু ডব্লিউ. মেলন ফাউন্ডেশন সম্প্রতি পাঁচ বছর মেয়াদী 250 মিলিয়ন ডলার প্রদানের প্রতিশ্রুতি সম্বলিত "স্মৃতিসৌধ প্রকল্পের" ঘোষণা দিয়েছে, যাতে গণপরিসরে যুক্তরাষ্ট্রের ইতিহাস যেভাবে বর্ণিত হয় তাতে রূপান্তর ঘটে। ফাউন্ডেশনটি আগামী বছরগুলোতে কমিউনিটির সম্পৃক্ততা, আনুষঙ্গিক জনসম্পৃক্ত কর্মসূচী এবং আরো অনেক শিল্পীকে অন্তর্ভুক্ত করে এই প্রকল্পের সম্প্রসারণে সহায়তা প্রদান করবে।
২০২১ সালের প্রথম ভাগ থেকে শুরু করে না বলা গল্পগুলো অগমেন্টেড রিয়েলিটি লেন্সের মাধ্যমে জীবন্ত হয়ে উঠা দেখার অপেক্ষায় আমাদের তর সইছে না।