নির্বাহী টিম

রেবেকা মরো
চিফ অ্যাকাউন্টিং অফিসার
মিসেস মরো সেপ্টেম্বর 2019 থেকে আমাদের চিফ অ্যাকাউন্টিং অফিসার হিসেবে কাজ করছেন। মিসেস মরো জানুয়ারি 2018 থেকে আগস্ট 2019 পর্যন্ত GoDaddy Inc.-এ চিফ অ্যাকাউন্টিং অফিসার হিসেবে কাজ করেছেন এবং এর আগে মার্চ 2015 থেকে জানুয়ারি 2018 পর্যন্ত ফাইন্যান্সের ভাইস প্রেসিডেন্ট এবং টেকনিক্যাল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং এর প্রধান হিসেবে কাজ করেছেন। তারও আগে মিসেস মরো Deloitte & Touche LLP-তে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, অতি সম্প্রতি আগস্ট 2013 থেকে মার্চ 2015 পর্যন্ত অ্যাডভাইজরি সার্ভিস প্র্যাক্টিসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এবং অক্টোবর 2008 থেকে আগস্ট 2013 পর্যন্ত অ্যাডভাইজরি সার্ভিস প্র্যাক্টিসে সিনিয়র ম্যানেজার হিসেবে কাজ করেছেন। মিসেস মরো Idaho বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা ও হিসাববিজ্ঞান বিষয়ে BS ডিগ্রি এবং Utah বিশ্ববিদ্যালয়ের ডেভিড একলস স্কুল অব বিজনেস থেকে হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
মিসেস মরো চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ডেরেক অ্যান্ডারসনের কাছে রিপোর্ট করেন।