১৬ জুন, ২০১৪
১৬ জুন, ২০১৪

Introducing Our Story

Snapchat has always been about sharing your point of view. That’s why our application opens straight into the camera. It’s the fastest way to share little moments with our friends – to let them know where we are or how we feel right now. We built Our Story so that Snapchatters who are at the same event location can contribute Snaps to the same Story.

Snapchat সবসময়ই আপনার দৃষ্টিভঙ্গি শেয়ার করার একটি মাধ্যম। এই কারনেই আমাদের অ্যাপ্লিকেশন একদম সরাসরি ক্যামেরা খুলে দেয়। এটি আমাদের বন্ধুদের সাথে ছোট ছোট মুহূর্ত শেয়ার করার সবচেয়ে দ্রুত উপায় - তাদেরকে জানানোর জন্য যে এই মুহূর্তে আমরা কোথায় আছি ও আমাদের কেমন লাগছে।

আমার স্টোরি চালু করার সময় আমরা কখনো ভাবতে পারিনি যে এসব মুহুর্তকে একসূত্রে গেঁথে কাহিনী তৈরি করলে তা কতটা শক্তিশালী হয়ে উঠবে। আমাদের বন্ধুদের সঙ্গে নিয়ে আমরা দিনটা উদঘাটন করতে ভালোবাসি।

আমার স্টোরি সবসময় একক, ব্যক্তিগত অভিজ্ঞতাকে উপস্থাপন করে। আমরা এমন কিছু তৈরি করতে চেয়েছি যা কমিউনিটির দৃষ্টিভঙ্গি তুলে ধরে - বিভিন্ন আলাদা আলাদা দৃষ্টিভঙ্গী। সর্বোপরি, আমাদের বন্ধুরা তো প্রায়শই একই জিনিসকে সম্পূর্ণ ভিন্নভাবে দেখে।

আমরা আমাদের গল্প তৈরি করেছি যাতে যেসব Snapchatters একই ঘটনাস্থলে অবস্থান করছেন তারাও যেন একই গল্প Snap যোগ করতে পারেন। আপনি কোনো অনুষ্ঠানে যেতে না পারলে আমাদের গল্প দেখলে মনে হবে আপনি ঠিক সেখানেই আছেন! এটা ব্যবহার করা খুব সোজা।

এই উইকএন্ডে প্রথমবারের মতো ইলেকট্রিক ডেইজি কার্নিভালে আমাদের গল্প ব্যবহার করা যাবে (আর আমরা Snapchat ও ইন্সম্নিয়্যাক এর জন্য বিনামূল্যে ওয়াইফাই সরবরাহ করছি!)।

আপনি যদি ইলেকট্রিক ডেইজি কার্নিভালে থাকেন তবে শুধু "প্রেরণ করুন ..." পেইজে প্রদর্শিত "আওয়ার EDC স্টোরি"তে একটি Snap যুক্ত করে দিলেই হবে। আপনি যে সেই ইভেন্টে আছেন তা Snapchat কে জানাতে আপনার লোকেশন সার্ভিস চালু করতে হবে। আপনার অবস্থানগত তথ্য আমরা সংরক্ষণ করি না।

আপনি ইলেকট্রিক ডেইজি কার্নিভালে যেতে না পারলে Snapchat এ EDCLive এ যোগদান করে অনুষ্ঠানটিতে কি ঘটছে তা একগুচ্ছ Snap এর মাধ্যমে লাইভ দেখতে পারবেন! যদি আমাদের গল্প খুব দীর্ঘ হয়ে যায় বা আমরা এমন কোনো Snap দেখতে পাই যা অবৈধ মনে হয়, তবে আমরা EDCLive কে সর্বোত্তম অভিজ্ঞতা দেওয়ার মতো করে সজ্জিত করব।

আপনার ফোন অ্যাপ্লিকেশনে ইতোমদ্ধেই আমাদের গল্প রয়েছে - এটি আর আপডেট করতে হবে না। Snapping শুভ হোক!

Back To News