২৯ অক্টোবর, ২০১২
২৯ অক্টোবর, ২০১২

Snapchat for Android

Snapchat is now available in the Google Play store for all Android devices running v2.2 or higher.

এখন v2.2 বা উচ্চতর সকল অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য Google Play স্টোরে Snapchat পাওয়া যাচ্ছে।

এটি আমাদের আইফোন অ্যাপটির কেবল অনুলিপি নয়। আমরা সত্যিকারের একটি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে চেয়েছি, এবং সেই অনুভবই যাতে পাওয়া যায় সেজন্য অনেক সময় দিয়েছি। এতো ভিন্ন ভিন্ন ক্যামেরা হার্ডওয়্যারযুক্ত বিভিন্ন ধরণের ডিভাইস লোকে ব্যবহার করে যে প্রত্যেক ব্যবহারকারীর জন্য আসলেই ভালোভাবে কাজ করে এমন অ্যাপ বিকশিত করা কঠিন কাজ। আমরা OpenGL-এ একেবারে শূণ্য থেকে ক্যামেরা স্তরটি পুনর্নির্মাণের মাধ্যমে শুরু করেছিলাম যাতে কোনো ডিভাইসে স্থানীয়ভাবে সমর্থিত না হলেও তাতে ফুলস্ক্রিন ক্যামেরা প্রিভিউ দেখতে পাওয়া নিশ্চিত করা যায়। তারপর আমরা ছবি প্রেরণ ও ফিডে ছবি লোড করার একটি নতুন, অতিদ্রুত উপায় তৈরি করি এবং সেটাকে মাখনের মতো মসৃণ এক কাস্টম ইন্টারফেসের সাথে সমন্বিত করি। সত্যিকারের প্রথম শ্রেণীর একটি অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে আসতে পেরে আমরা যারপরনাই আনন্দিত।

আমাদের পাশে থাকার জন্য সকল অনুরাগীকে অশেষ ধন্যবাদ - আমরা জানি প্রতীক্ষা কখনোই আনন্দদায়ক ব্যাপার নয় - আর আপনারা যেসব উৎসাহব্যঞ্জক ইমেইল, টুইট ও ফেসবুক বার্তা দিয়েছেন সেজন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। অনেক রাত পর্যন্ত আমাদের কাজ করে যাওয়াকে আপনারাই সার্থক করে তোলেন।

কোনো ত্রুটি আপনার নজরে এলে দয়া করে আমাদের জানান! আমরা কেবল 250 টি ডিভাইসে পরীক্ষা করে দেখতে পেরেছি - এবং এটি তো অ্যান্ড্রয়েড জগতের অতি ক্ষুদ্র একটি অংশ মাত্র।

যাইহোক, আইফোন ব্যবহারকারীগণ... আপনাদের জন্য শীঘ্রই আসছে এক পাগলকরা অভিনব Snapchat :)

Back To News